বঙ্গ বিজেপিতে বড় ফাটল, তৃণমূলে ফিরলেন মুকুল রায়
তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। সেই মুকুল রায় প্রায় ৪ বছর পর ফেরত এলেন তাঁর পুরনো দল তৃণমূলে।
বিধানসভা নির্বাচনের পর থেকেই একটা কানাঘুষো শোনা যাচ্ছিল। তৃণমূলে ফিরতে পারেন মুকুল রায়। বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব যে তৈরি হচ্ছিল তাও ক্রমশ প্রকট হচ্ছিল।
রাজ্য বিজেপির বৈঠকেও মুকুল রায় অনুপস্থিত ছিলেন। বেসুরো ছিলেন বিজেপিতে যোগ দেওয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সেই তৃণমূলেই ফিরলেন ঘাসফুলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী মুকুল রায়।
এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও শুক্রবার দুপুরে তাঁর সল্টলেকের বাসভবন থেকে বেরিয়ে মুকুল রায় জানিয়ে দেন তিনি তৃণমূল ভবনে যাচ্ছেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও রওনা দেন তৃণমূল ভবনের দিকে। এ থেকেই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল কী হতে চলেছে।
এরপর বিকেলে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দলে ফেরান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে ফিরলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও।
২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। যাঁকে এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলা হত।
বিজেপিতে যোগ দেওয়ার পর পঞ্চায়েত নির্বাচন ও তারপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মুকুলের রাজনৈতিক বুদ্ধিমত্তা অনেকটাই কাজে লাগে গেরুয়া শিবিরের।
২০১৯ সালে রাজ্যে ১৮টি আসন দখল করে পশ্চিমবঙ্গে বিজেপি পায়ের তলার মাটি পেয়ে যায়। আর সেই লক্ষ্যে মুকুল রায়ের অবদান যথেষ্ট ছিল বলেই মনে করা হয়। ফলে এদিন মুকুল রায়ের তৃণমূলে ফেরা রাজ্য বিজেপির পক্ষে বড় ধাক্কা সন্দেহ নেই।