তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের রাজ্য বিজেপিতে অবস্থান কী হবে তা নিয়ে জোর জল্পনা চলছিল। দিলীপ ঘোষ না মুকুল রায়, কার হাতে থাকবে আগামী দিনে রাজ্য বিজেপির লাগাম। এ প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। সেসব জল্পনায় জল ঢেলে এদিন প্রথমবার রাজ্য বিজেপির সদর দফতরে পা রেখে সদ্য তৃণমূল ছেড়ে আসা মুকুল রায় জানিয়ে দিলেন, জাতীয় স্তরে তাঁর নেতার নাম অমিত শাহ। আর রাজ্যে তাঁর ক্যাপ্টেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নেতৃত্বে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই বলেও জানিয়ে দেন তিনি।
৩ নভেম্বর দিল্লিতে যোগ দেন বিজেপিতে। তারপর সেই বিজেপির উত্তরীয় গায়ে এদিন প্রথম বিজেপি নেতা হয়ে কলকাতায় পা রাখলেন প্রাক্তন তৃণমূল সেনাপতি মুকুল রায়। বিমানবন্দরে নতুন নেতাকে স্বাগত জানাতে অনেক বিজেপি কর্মী-সমর্থক ভিড় জমান। তাঁদের অভিনন্দন গ্রহণের পর মুকুলবাবুকে বাইরে বার করতে রীতিমত কসরত করতে হয় তাঁর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীদের। সেখান থেকে সোজা বিজেপি পার্টি অফিস।
সেখানেও তখন বিজেপির রাজ্য নেতৃত্বের ভিড়। মুকুলবাবু ঢুকতেই সেখানেও চলে আর এক প্রস্থ অভিনন্দনপর্ব। সব মিটিয়ে দিলীপ ঘোষের পাশে বসে সাংবাদিক বৈঠকে মুকুল রায় জানান, তাঁর সামনে এখন মহাভারতের কৌরব-পাণ্ডব যুদ্ধ। নিজের প্রাক্তন সহকর্মীদের বিরুদ্ধে লড়াই তাঁর কাছে ধর্মযুদ্ধ। তবে এদিন তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি বিজেপি নেতা মুকুল রায়। বরং পরিস্কার করে দিয়েছেন, বিজেপির ডাকে রানি রাসমণি রোডে আগামী ১০ নভেম্বরের জনসভা থেকেই যা বলার তিনি বলবেন।