ট্রেড মার্ক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে শনিবার রাজ্য বিজেপির সদর দফতরে আর এক প্রস্থ তোপ দেগেছেন সদ্য বিজেপিতে নাম লেখানো মুকুল রায়। এদিন সাংবাদিক বৈঠকের একদম শেষ প্রান্তে এসে তিনি একটি কৌতূহল জাগিয়ে রাখলেন সবার মনে। এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর কাছে এমন একটি ভিডিও রয়েছে যেখানে রাজ্যের এক বিধায়কপুত্র বলছেন যে তাঁর বাবা খুন করেছেন। সেই ভিডিও একদিন তিনি রাজ্য বিজেপির পার্টি অফিসে বসে সকলকে দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন মুকুল রায়। যদিও এর বেশি বিষয়টি নিয়ে কোনও কৌতূহল নিরসনের পথে হাঁটেননি তিনি।
মুকুল রায়ের এমন এক দাবির পরই নড়েচড়ে বসেছে তৃণমূল। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সত্যিই এমন এক ভিডিও সামনে এলে তা দলের ভাবমূর্তির জন্য যে বড় একটা সুখের হবে না, সেকথা বিলক্ষণ জানেন তৃণমূল নেতৃত্ব। এখন তাঁরা খুঁজে বেড়াচ্ছেন কে সেই বিধায়ক? কার ছেলে এমন কথা ক্যামেরার সামনে বলেছেন? আপাতত সেই খোঁজেই ব্যস্ত তৃণমূলের নেতৃত্ব।