National

সপ্তাহের প্রথম দিনেও মুষল ধারাপাত, থমকে বাণিজ্য নগরী

শুরু হয়েছিল গত শনিবার থেকে। সোমবারও সেই নাগাড়ে বৃষ্টি থামার নাম নিচ্ছেনা। ফলে ক্রমশ জটিল আকার নিচ্ছে মুম্বইয়ের জনজীবন। শনিবার বা রবিবার ছিল উইকএণ্ড। ফলে কর্ম ব্যস্ততা ছিলনা। বরং অনেকেই বাড়িতে অলস সময় কাটিয়ে বৃষ্টির আনন্দ উপভোগ করেছেন। কিন্তু সোমবার সকাল হতেই তাঁদের মাথায় হাত পড়েছে। সোমবারও সকাল থেকেই মুম্বইতে অনর্গল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে শহরের সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বহু রাস্তা জলের তলায়। দাদর, সিওন, পারেল, মালাড, আন্ধেরি, কুরলা, যোগেশ্বরীর অনেক এলাকা জলের তলায় চলে গেছে। ফলে যানবাহন কোনও কোনও রাস্তায় যাতায়াত বন্ধ। কোথাও জল ঠেলে বাস বা গাড়ি এগোচ্ছে শম্বুক গতিতে। যার জেরে সৃষ্টি হচ্ছে যানজটও। মুম্বইয়ের লাইফলাইন ট্রেন। সেই লোকাল ট্রেন পরিষেবাও এদিন সকাল থেকেই বিঘ্নিত হয়েছে। বহু ট্রেন ধীরে চলায় কোনও ট্রেনের সময়ের ঠিক ঠিকানা থাকছে না। অনেক লাইনের ওপর জল জমে থাকায় ট্রেনের গতি বাড়ানোও সম্ভব হচ্ছেনা। বরং অনেকেই ভীত এখনও তো তবু ট্রেন চলছে। কখন না বন্ধ হয়ে যায়!

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে এখনও আগামী ৪ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি চলবে। তবে কী গোটা সপ্তাহটাই কর্মনাশা হতে চলেছে? এ প্রশ্ন সপ্তাহের শুরুর দিনেই তুলেছে মুম্বইয়ের গতির জীবন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button