
বর্ষায় মুম্বই দু-এক দিনের জন্য স্তব্ধ হবে তা আর নতুন কী! বর্ষা নামা মানেই মুম্বইবাসী জানেন কয়েকদিন হয়রানির হাত থেকে তাঁদের রেহাই নেই। যেমন হল শুক্রবার। ভোর থেকেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। অবিশ্রান্ত বৃষ্টির জেরে ক্রমশ রাস্তা মুখ ঢাকছিল জলের তলায়। বেলা বাড়তে পায়ের পাতা পরিয়ে জল পৌঁছে গিয়েছিল হাঁটুর ওপরে। ফলে ব্যস্ত দিনে হয়রানি শুরু। মুম্বইয়ের লাইফ লাইন বলে বিখ্যাত ট্রেন পরিষেবা এদিন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। লাইনের ওপর আধ ফুট জমা জলে এদিন ট্রেন চালানোর ঝুঁকি নেয়নি রেল কর্তৃপক্ষ। একই অবস্থা রাস্তার। ট্রেনে গন্তব্যে পৌঁছতে না পেরে বহু মানুষ সড়ক পথে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়। কারণ অধিকাংশ রাস্তায় জলের তলায় হওয়ায় যে কটি রাস্তায় যান চলাচল করেছে সেখানে যানের গতি ছিল মন্থর। ছিল প্রবল যানজটও। এদিন বৃষ্টি এতটাই হয়েছে যে বিমান চলাচলও বন্ধ থেকেছে দীর্ঘক্ষণ। আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে তাতে প্রমাদ গুনছেন মুম্বইবাসী। আগামী ৪৮ ঘণ্টা এইভাবেই বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। স্বস্তি একটাই আগামী দুদিন উইকএণ্ড। ফলে ছুটির মেজাজে একটা বৃষ্টিভেজা সপ্তাহান্ত কাটানোর সুযোগ রইল বাণিজ্যনগরীর বাসিন্দাদের হাতে।