National

মুম্বই জুড়ে গণেশ পুজোর প্যান্ডেলে ঢুকছে জল, বন্ধ বিদ্যুৎ

গণেশ পুজো মুম্বই শহরে অন্যতম প্রধান উৎসব। বাঙালিরা যেমন সারাটা বছর চেয়ে থাকেন কবে আসবে দুর্গাপুজো। তেমনই মু্ম্বইবাসী চেয়ে থাকেন কবে আসবে গণেশ পুজো সেদিকে। যেমন সেখানে বড় বড় পুজো হয়, তেমনই গণেশ পুজো হয় অনেক পরিবারেও। গণেশ পুজোয় চলে প্যান্ডেল হপিং। প্রবল ভিড় হয় প্যান্ডেলগুলিতে। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ উৎসবে মেতে ওঠেন আপামর মুম্বইবাসী। কিন্তু সেই বছর ভরের অপেক্ষার শেষে যখন গণেশ পুজোর সময় এল ঠিক তখনই মুম্বইতে এবার নামে বৃষ্টি। গণেশ পুজোর দিনগুলোকে এক এক করে গত ৪ দিন ধরেই ভাসাচ্ছে বৃষ্টি। গত মঙ্গলবার রাত থেকে তা লাগাম ছাড়াল। অঝোর বর্ষণ থামার নাম নেয়নি সকালেও। ফলে শহর জলের তলায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়েছে গণেশ পুজোর উদ্যোক্তাদের। বছরভর অপেক্ষার সেই গণপতি পুজোর আনন্দ অনেকটাই মাটি করেছে বৃষ্টি।

মুম্বই শহর বা নবি মুম্বইতে গণেশ পুজোর প্যান্ডেলে অনেক জায়গাতেই জল ঢুকে গেছে। প্যান্ডেলে জল ঢুকে তার স্তরও বেড়েছে। ফলে কার্যত গণেশের মূর্তির সামনে জল থইথই করছে। এই অবস্থায় কোনওক্রমে নিয়ম মেনে পুজো হলেও দর্শনার্থী নেই বললেই চলে। আসার উপায়ও নেই। কেউ কারও এলাকা ছেড়েই বার হওয়ার পরিস্থিতিতে নেই। তো অন্য কোথাও গিয়ে গণেশ পুজো দেখবেন কী করে! তাছাড়া এই দুর্যোগে আনন্দ মাথায় উঠেছে। বরং এখন জল বাড়ার আতঙ্কে সিঁটিয়ে আছেন অনেকে।


সব পুজোর উদ্যোক্তাদেরকে বিদ্যুৎ সংযোগ সম্বন্ধে সতর্ক থাকতে বলা হয়েছে। সকলকে প্রয়োজনে প্যান্ডেলে বা আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এলাকা জলের তলায়। এই পরিস্থিতিতে যদি তারের কোথাও লিকেজ আর সেই অংশ জলের সঙ্গে লেগে থাকে তাহলে বিপদ যে কোনও মুহুর্তে হতে পারে। উদ্যোক্তারাও তাই ঝুঁকি না নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার রাস্তাতেই হেঁটেছেন। বানভাসি শহরে এবার তাই অনেকটাই জৌলুস হারাল মুম্বইয়ের জাঁকজমকপূর্ণ গণেশ পুজোর উৎসব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button