National

ভেসে যাচ্ছে বাণিজ্যনগরী, হাই অ্যালার্ট জারি

বাণিজ্যনগরী মুম্বই সহ কোঙ্কণ উপকূল গত শুক্রবার থেকে ভেসে যাচ্ছে প্রবল বৃষ্টিতে। আবহাওয়া দফতর নতুন করে হাই অ্যালার্ট জারি করেছে।

মুম্বই : বর্ষা এসে গেলেও বৃষ্টির দেখা ছিলনা মুম্বইতে। বরং ভ্যাপসা গরমে মুম্বইবাসীর প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গোটা শহরটা অপেক্ষায় ছিল কবে বৃষ্টি নামবে। অবশেষে শুক্রবার বৃষ্টি নামে। খুশি হন মুম্বইয়ের বাসিন্দারা। কিন্তু রবিবার সেই বৃষ্টিই এবার তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রবল বৃষ্টি শুক্রবার থেকে শুরুর পর শনিবার তা তীব্র আকার নেয়। যা রবিবারও দিনভর বজায় ছিল। যার ফলে শহরের বহু এলাকা জলের তলায় চলে গেছে। শুক্রবারের পর শনি বা রবিবার উইকএন্ডে বাড়িতে কাটলেও সোমবার থেকে কাজে বার হতে হবে অনেককেই। যার ফলে চিন্তার ভাঁজ রবিবার বিকেল থেকেই পুরু হয়েছে। এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে মুম্বই সহ কোঙ্কণ উপকূল জুড়েই এই বৃষ্টি চলবে। আগামী ২ থেকে ৫ দিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মুম্বইও বাদ যাবেনা। মুম্বইতে আগামী ৩ দিন অতি ভারী বৃষ্টি হবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলে মুম্বই জুড়ে ইতিমধ্যেই জলমগ্ন এলাকার জলস্তর আরও বাড়বে বলেই মনে করছেন সকলে। এমনিতেই করোনা নিয়ে মুম্বই জুড়ে একটা চাপা আতঙ্ক রয়েছে। তার মধ্যে আবার এই প্রবল বৃষ্টি নতুন চিন্তার পরিস্থিতি সৃষ্টি করেছে।


মুম্বইয়ের বিখ্যাত পাওয়াই লেক উপচে জল পাওয়াই শহরে ঢুকে পড়েছে। অন্যদিকে লোনাভলার বিখ্যাত ভুষি বাঁধও উপচে গিয়েছে। এদিকে আরব সাগরে মৎস্যজীবীদের যেতে মানা করেছে হাওয়া অফিস। সাগর ফুঁসছে। ঢেউ ক্রমশ উচ্চতা বাড়াচ্ছে। এদিকে মুম্বইতে রবিবারই অনেক জায়গা বানভাসি চেহারা নিয়েছে। আগামী ৩ দিন আরও ভারী বৃষ্টি কি পরিস্থিতি তৈরি করে তা ভেবে শহরবাসী চিন্তিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button