National

প্রবল বর্ষণে বানভাসি মুম্বই, গৃহবন্দি বাণিজ্যনগরী

এই কিছুদিন হল ভয়ংকর বৃষ্টির অভিশাপ কাটিয়ে ছন্দে ফিরেছে মুম্বই। কিন্তু সে সুখ সইল কই? মঙ্গলবার সন্ধে থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হয় আরবপারের বাণিজ্যনগরীতে। ঝাপসা করা বৃষ্টিতে রাতের মধ্যেই বানভাসি চেহারা নেয় গোটা শহর। অফিস কাছারি সেরে ঘরফেরত মানুষজন আটকে পড়েন বিভিন্ন জায়গায়। বাড়ি পৌঁছতে কালঘাম ছুটে যায়। রাতের মধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলি জলে ভরে যায়। ঘরে ঘরে জল ঢুকে যায়।

এদিকে বৃষ্টি থামার নাম নেয়নি। সাইক্লোনের থাবায় বেহাল মুম্বই। ফলে ক্রমশ আতঙ্ক দানা বাঁধতে থাকে। বৃষ্টির প্রাবল্য এতটাই ছিল যে সন্ধে রাতের পর মুম্বই বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করেনি। সাকুল্যে ৫৬টি উড়ান বাতিল করে কর্তৃপক্ষ। একই পরিস্থিতি হয় ট্রেনেরও। অনেক লাইনেই ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। তবে সকালের পর বৃষ্টি নাগাড়ে চললেও বিমানবন্দরে একটা দুটো করে বিমান ওঠানামা শুরু হয়। যদিও মূল রানওয়ে বন্ধ। কিন্তু ট্রেন লাইনে জল এসে পড়ায় অনেক রুটেই ট্রেন বাতিল হয়। অবস্থা বুঝে সব স্কুল কলেজেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়। অফিস খোলা থাকলেও হাজারি ছিল নগণ্য। কার্যত গৃহবন্দি মুম্বই।


এদিকে মুম্বইয়ের ভরসা বেস্টের ১৩টি বাস জলের তলায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রাস্তায়। চিন্তা বাড়িয়েছে জোয়ার। একে জল নামার নাম করছে না। তায় আবার জোয়ার এলে সে জলও ঢুকে আসে শহরে। ফলে অবস্থা আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন আম-মুম্বইবাসী। সাইক্লোনের জেরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ২০০৫-এর আতঙ্ক পেয়ে বসেছে সকলকে। ক্রমশ জল বাড়ছে। প্রবল বৃষ্টি রেকর্ড হয়েছে মুম্বই, কান্দিভালি, বোরিভেলি, বান্দুপ-এ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button