পূর্বাভাস ছিল মুম্বইতে সপ্তাহ শেষে প্রবল বৃষ্টি হবে। সেই পূর্বাভাস একেবারে শনিবার সকাল থেকে মিলতে শুরু করল। শেষ দিন সাতেকে গতিশীল মুম্বইকে বার তিনেক স্তব্ধ করে দিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শনিবার তারই পুনরাবৃত্তি হল। এদিন সকাল থেকেই মুম্বইতে প্রবল বৃষ্টি শুরু হয়। ফলে জনজীবন ব্যাহত হতে থাকে। অনেক রাস্তা ফের জলের তলায় চলে গেছে। বহু রাস্তায় যান চলাচল করছে শম্বুক গতিতে। এবছর মুম্বই সহ পশ্চিম ভারত জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা প্রাক বর্ষার বৃষ্টিতেই মালুম পাচ্ছেন মুম্বইবাসী। তাঁদের সেই এক প্রশ্ন, প্রাক বর্ষার বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তবে বর্ষা নামলে না জানি কী হবে?
এদিন বৃষ্টির জেরে মুম্বইয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক রুটেই ট্রেন চলছে দেরিতে। এদিকে চারদিক সাদা করা বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় ৩২টি বিমানের সময় পরিবর্তন করা হয়। বেশ কিছু বিমান অন্যত্র নিয়ে গিয়ে নামানো হয়। ৩টি উড়ান বাতিল হয়েছে।
এদিকে বাণিজ্য নগরীর রাস্তায় এদিন পিছলে গিয়ে একটি গাড়ি উল্টে যায়। শনিবার হওয়ায় মুম্বইতে অনেক অফিসেই ছুটি। ফলে অনেক মানুষকে এই বৃষ্টির আনন্দ নিতে দেখা গেছে। অনেকেই এদিন পরিবার নিয়ে হাজির হন সমুদ্রের ধারে। সেখানে বৃষ্টিতে কাকভেজা হয়ে খুশিতে মাতোয়ারা হন তাঁরা। তবে পূর্বাভাস কিন্তু মুম্বইবাসীর কপালে ভাঁজ ফেলা শুরু করেছে। এবার এত প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে যে তা ২০০৫-এর মুম্বইয়ের সেই আকাশ ভাঙা বৃষ্টির ভয়ংকর স্মৃতিকেও নাকি ম্লান করে দেবে!