
জার্মানিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৯ জনের। আহত ২৪ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যে অলিম্পিয়া শপিং মলে বন্দুকবাজ হামলা চালায় তার বেশ কিছুটা দূরে ১৮ বছরের এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পুলিশের ধারণা এই জার্মান-ইরানিয়ান যুবকই ওই বন্দুকবাজ। দ্বিনাগরিকত্ব নিয়ে মিউনিখেই বসবাস করত সে। তবে এই যুবকের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই বলেই জানিয়েছে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে সে হামলা চালিয়েছিল তাও পরিস্কার নয়। এমনকি তার সঙ্গে আর কোনও বন্দুকবাজ ছিল কিনা সেটাও এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। জার্মান পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ মিউনিখের অলিম্পিয়া শপিং মলে আচমকাই বন্দুকবাজের হামলা হয়। ঢুকেই শুরু হয় এলোপাথাড়ি গুলি চালানো। গুলিতে শপিং মলের মধ্যেই লুটিয়ে পড়েন অনেকে। ঘটনার খবর পাওয়ার পরই গোটা মল ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় জোরদার অপারেশন। তবে খুব সন্তর্পণে। কারণ বহু মানুষ শপিং মলের মধ্যে থাকায় তাঁরা যে কোনও সময়ে বন্দুকবাজদের নিশানা হতে পারেন। ট্যুইট করে সাধারণ মানুষকে বাড়ি থেকে না বার হওয়ার অনুরোধ করে জার্মান পুলিশ। এর বেশ কিছুক্ষণ পর শপিং মলের দখল নেয় তারা। মলের অদূরে পাওয়া যায় মাথায় গুলি লাগা অবস্থায় ওই যুবকের দেহ। যাকেই আপাতত বন্দুকবাজ বলে চিহ্নিত করেছে পুলিশ। তবে গোটা মিউনিখ জুড়ে তল্লাশি অভিযান জারি রয়েছে। জার্মানিতে বন্দুকবাজের হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদে সহ বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। প্রসঙ্গত এক সপ্তাহ আগেই বছর ১৭-র এক কিশোর ছুরি ও কুঠার নিয়ে জার্মানির বেভারিয়ান এলাকায় একটি ট্রেনে হামলা চালায়। ৪ জনকে ধারালো কুঠারের কোপে জখমও করে। কিন্তু তারপর বেভারিয়ান পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। পরে এই ঘটনার দায় স্বীকার করে আইএস।