National

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী বেঙ্কাইয়া নাইডু

দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ মনোনীত প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। প্রতিদ্বন্দ্বী বিরোধী মনোনীত প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে ২৭২ ভোটের ব্যবধানে হারিয়ে দেন তিনি। এদিন সংসদে ভোটগ্রহণ হয়। ভোটাধিকার ছিল ৭৮৫ জন সাংসদের। এঁদের মধ্যে ৭৭১ জন ভোট দেন। ১৪ জন ভোট দিতে পারেননি। যারমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট দিতে না পারা সাংসদ রাজ্যের।

তৃণমূলের কুণাল ঘোষ ভোট দিতে পারেননি আদালত থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায়। যদিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন তৃণমূলের এই সাসপেন্ডেড সাংসদ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যেতে পারেননি। এদিন বিজেপির ২ সদস্যও ভোট দিতে পারেননি।


বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় ভোটগণনা পর্ব। ৭৭১টি ভোট গুনতে বেশি সময় লাগার কথা নয়, লাগেওনি। অপেক্ষা ছিল কে শেষ পর্যন্ত দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করতে চলেছেন। সেই ঘোষণা হয়ে যায় সন্ধে ৭টার পরেই। বেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট। গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি ভোট।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button