বিজেপি তাঁকে ২০১৯ লোকসভা নির্বাচনে দাঁড়াতে মানা করেছে। বিজেপি তাঁকে এবার ভোটে টিকিট দিচ্ছে না। এদিন খোলা চিঠি দিয়ে কানপুরবাসীকে একথা জানালেন বিজেপির অন্যতম বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। ৮৫ বছরের যোশী বারাণসী কেন্দ্র থেকে জিততেন। ২০১৪ সালে নিজের সেই জেতা আসন নরেন্দ্র মোদীকে ছেড়ে দেন তিনি। নিজে দাঁড়ান কানপুর কেন্দ্র থেকে। সেখানেও জয়লাভ করেন তিনি।
চিঠিতে মুরলী মনোহর যোশী জানিয়েছেন, প্রিয় কানপুরবাসী বিজেপির সাধারণ সম্পাদক রাম লাল তাঁকে গত সোমবার জানিয়েছেন তিনি যেন কানপুর বা দেশের অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করেন। কানপুরবাসীকে এভাবে খোলা চিঠি দিয়ে মুরলী মনোহর আসলে তাঁর দলের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভই প্রকাশ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত শুধু মুরলী মনোহর যোশী বলেই নয়, বিজেপির প্রবাদপ্রতিম নেতা লালকৃষ্ণ আডবাণীকেও এবার ভোটে দাঁড়াতে দেয়নি দল। লালকৃষ্ণ আডবাণীর পকেট সিট হিসাবে পরিচিত গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। লালকৃষ্ণ আডবাণীকে অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিযোগিতারও টিকিট দেয়নি বিজেপি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)