করুণানিধি কখনও কোনও নির্বাচনে পরাজিত হননি। ৫ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর হয়েছেন। রাজনৈতিক জোট গঠনে তাঁর দূরদর্শিতার কথা আজও লোকমুখে ঘোরে। সেই করুণানিধি মৃত্যুর পর শেষ লড়াইটাও জিতলেন। অক্ষুণ্ণ রইল রেকর্ড!
করুণানিধির শেষকৃত্য কোথায় হবে? মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর সামনে আসার পর এটাই বড় প্রশ্ন হয়ে সামনে আসে। তাঁর পরিবার সহ ডিএমকে চাইছিল করুণানিধির শেষকৃত্য হবে চেন্নাইয়ের মেরিনা বিচে। কিন্তু এতে সম্মতি দেয়নি তামিলনাড়ু সরকার। ফলে রাতেই মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএমকে। এদিকে তামিলনাড়ু সরকারের তরফেও আদালতে হলফনামা দিয়ে জানানো হয় তাদের অবস্থান। রাতেই শুরু হয় শুনানি। পরে বুধবার সকালে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয় করুণানিধির শেষকৃত্য হবে মেরিনা বিচেই। পিতাকে হারানোর শোকে বিহ্বল স্ট্যালিন এদিন হাইকোর্টের রায়ের পর আর নিজেকে ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেন তিনি।
রাজনীতিতে করুণানিধির মেন্টর ছিলেন আন্নাদুরাই। তাঁর সমাধির পাশেই জায়গা হবে শিষ্যের। করুণানিধির সমাধিক্ষেত্র হবে মেরিনা বিচেই। একথা জানার পর শোকের আবহেই আনন্দে ফেটে পড়েন তাঁর অগণিত অনুরাগী। প্রসঙ্গত করুণানিধির রাজনৈতিক শত্রু বলে পরিচিত এডিএমকে-র এমজিআর ও জয়ললিতারও সমাধি রয়েছে এই মেরিনা বিচেই।