সকালেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সময়ে হাজির হয়েছেন রাজনৈতিক বহু ব্যক্তিত্ব। জাতীয় পতাকায় মোড়া কাচের কফিনে শায়িত করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেছেন তাঁরা। বিকেল ৪টেয় করুণানিধির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। তার আগে দুপুর ২টো নাগাদ রাজাজি হলে হাজির হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হলুদ ফুলে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানান তিনি। রাহুল গান্ধীর পাশে ছিলেন করুণানিধি পুত্র স্ট্যালিন।
প্রবল ভিড়ের চাপ থাকায় বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি রাহুল গান্ধী। এদিন যতই অন্ত্যেষ্টির সময় কাছে এগিয়ে এসেছে ততই রাজাজি হলের সামনে ভিড় সংখ্যার গুণতি পার করেছে। শুধু মানুষ আর মানুষ। অনেকে এমন জায়গায় ছিলেন যেখান থেকে রাজাজি হলটাই ভাল করে দেখা যাচ্ছেনা। তবু তাঁরা ঠায় দাঁড়িয়ে থেকেছেন। তাঁদের প্রিয় নেতাকে শেষবার একঝলক দেখার আশায়।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)