মানুষ কেন প্রেমে পড়ে, উত্তর দিল পর্দায় ফুটে ওঠা ৬০ হাজার আঁকা ছবি
মানুষ কেন প্রেমে পড়ে? তার উত্তর খুঁজতে লাগল বিশাল এক পর্দা। যার ওপর ফুটে উঠল ৬০ হাজার হাতে আঁকা ছবি। তৈরি করতে লাগল ৭ বছর।
ভালবাসা কি? মানুষ কেন প্রেমে পড়ে? এই প্রশ্ন তাঁকে নাড়া দিত। খুঁজে বেড়াতেন এর অন্তর্নিহিত কারণ। তাঁর ব্যক্তিগত জীবনের সেই জিজ্ঞাসাকেই সকলের মনের প্রশ্ন করে তুলতে এবং সকলকে এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে সিনেমাকে হাতিয়ার করেন তিনি।
২০১৫ সাল থেকে শুরু করেন সিনেমার প্রস্তুতি। কিন্তু তা তৈরি করে উঠতে পারলেন ২০২২ সালে এসে। সিনেমার মানচিত্রে এ এক একদম অন্য ধরনের ভাবনা।
বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রেমে পড়ার কারণ খুঁজে পাওয়াটা খুব শক্ত ছিলনা। কিন্তু শুধু কি বিজ্ঞান? আর কিছু নয়! সেই প্রশ্ন তাঁকে তাড়া করেছে। আর তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন সিগনে বাউমানে।
উত্তর দেওয়ার জন্য তাঁর লেগেছে ৬০ হাজার আঁকা ছবি। এই ছবিগুলির মধ্যে দিয়েই তিনি দর্শকদের কাছে একটি উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
‘মাই লাভ অ্যাফেয়ার উইথ ম্যারেজ’ সিনেমাটি একটি মাইলস্টোন তৈরি করতে পেরেছে। মহিলা পরিচালক সিগনের এই অ্যানিমেশন সিনেমা বিজ্ঞানের সঙ্গে সঙ্গে ব্যাবহার করেছে সুরকেও। সেই সুর, বিজ্ঞান ও ৬০ হাজার আঁকার মেলবন্ধন জন্ম দিয়েছে একটি সিনেমার। যা দর্শকদের অবাক করেছে।
কারণ সিনেমার চিরাচরিত পথ থেকে বেরিয়ে একটু নতুন ভাবে নিজের বক্তব্য ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছেন সিগনে। বিশ্ব সিনেমার পুরস্কার তালিকায় নিজের নামও তুলে ফেলেছে ‘মাই লাভ অ্যাফেয়ার উইথ ম্যারেজ’।