পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। গন্তব্য ছিল একটি বৌদ্ধ গুম্ফা। কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে পারলেন না কেউ। এঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হল জলে ডুবে। ৬ জনের কোনও খোঁজ নেই। তাঁদের দেহ উদ্ধার হয়নি। দেহ উদ্ধার করতে জলে ডুবুরি নেমেছে। আশঙ্কা করা হচ্ছে তাঁদেরও মৃত্যুই হয়েছে। তবে দেহ না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন।
মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটেছে মায়ানমারের মান্দালে অঞ্চলের জিটোও ড্যামে। এই জিটোও ড্যামের ধারেই রয়েছে নায়ুং ওক গ্রাম। এই গ্রামেই রয়েছে এক প্রাচীন বৌদ্ধ গুম্ফা। বহু পুণ্যার্থী এই বৌদ্ধ গুম্ফায় হাজির হন। এখানে আসার জন্য অনেকেই ড্যামের ওপর দিয়ে নৌকায় ভেসে পড়েন। তেমনই একটি পুণ্যার্থী বোঝাই নৌকা বুধবার বৌদ্ধ গুম্ফা পর্যন্ত পৌঁছনোর আগেই ড্যামের জলে ডুবে যায়।
১১ জন পুণ্যার্থীকে জল থেকে উদ্ধার করা হয়। পরে তাঁরা সুস্থ আছেন বলে জানানো হয়। ৬ জন নিখোঁজের খোঁজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেক স্থানীয় ড্যামের পাড়ে ভিড় জমান। কেন নৌকাটি ডুবে গেল তা এখনও পরিস্কার নয়। অতিরিক্ত যাত্রীই কাল হল কিনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। কীভাবে সেটি উল্টে গেল তা উদ্ধার হওয়া মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা