World

৬০ বছরে এমন গরম দেখেনি এই ৪ শহর

গত ৬০ বছর ধরে গরমকাল এসেছে। গরমও প্রবলভাবে পড়েছে। মানুষের প্রাণান্তকর অবস্থাও হয়েছে। কিন্তু ৬০ বছরে এমন গরম আগে দেখেনি এই ৪ শহর।

গরমকালে তো গরম পড়েই। এপ্রিল ও মে মাসে গরম চরমেও পৌঁছয়। তারপর নামে স্বস্তির বর্ষা। এভাবেই বছরের পর বছর কেটে আসছে। যা দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু এ বছরটা কোথাও একটু আলাদা।

এমনিতেই বিশ্বজুড়ে এ বছর অতি প্রবল গরমের পূর্বাভাস রয়েছে। এবার বিশ্ব জুড়ে তাপপ্রবাহের কথাও আগেই জানানো হয়েছিল। এল নিনো-র প্রভাবেই এমনটা হবে বলে জানানো হয়েছে। তবে সেই পরিস্থিতি যে এমন রেকর্ড ভাঙা গরমে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে তা জানা ছিল।


ভারতে যখন তাপপ্রবাহ চলে এখন কিছুটা কমেছে। তবে যে কোনও সময় ফের তার তাণ্ডব শুরু হবে। সেই সময় ভারতের কাছের মায়ানমারের ৪টি শহর প্রায় ৬০ বছরে এমন গরম দেখেনি যা এবার তাদের সহ্য করতে হচ্ছে।

মায়ানমারের থিনজায়াত শহরে ৫৮ বছরে সর্বোচ্চ পারদ রেকর্ড হয়েছে। সেখানে পারদ চড়েছে ৪৩ ডিগ্রিতে। সে কিন নামে শহরে ৫৯ বছর পর পারদ চড়ল ৪২.৭ ডিগ্রিতে।


৫৮ বছর পর ৪১.৭ ডিগ্রিতে পারদ চড়তে দেখল বেলিন শহর। থ্যাটন হল মায়ানমারের আরও একটি শহর যেখানে ৫৬ বছর পর পারদ ৪১ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড গড়ল।

আবহবিদরা জানাচ্ছেন, সেখানে আরও চড়া উত্তাপ চলতি বছরে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এপ্রিল প্রায় শেষে পৌঁছলেও এখন মে মাসের পুরোটাই পড়ে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button