এক বছর আগে ভুগছিলেন ওভারিয়ান ক্যানসারে। লড়াই চালাচ্ছিলেন জীবনের জন্য। সেই অভিনেত্রী, মডেল তথা রাজনীতিবিদ নাফিসা আলি এবার কাজ চাইতে বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। ইন্সটাগ্রাম, ফেসবুকে নিজের পোর্টফোলিও ফোটোগ্রাফ দিয়ে নাফিসা আবেদন করেছেন তিনি কাজ চাইছেন। নিজেকে মেলে ধরার জন্য কাজ চাইছেন। এমন কিছু রোল চাইছেন যেখানে রুচিপূর্ণভাবে তিনি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে পারবেন। একজন সিনিয়র অভিনেতা হিসাবে একটি সঠিক চিত্রনাট্য চাইছেন তিনি।
২ বছর আগে নীনা গুপ্তাও ঠিক একই পথ বেছে নিয়েছিলেন কাজ খোঁজার জন্য। সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন কাজের জন্য। নীনার রাস্তায় হেঁটে এবার নাফিসা আলিও সোশ্যাল মিডিয়াকে কাজ চাওয়ার মাধ্যম হিসাবে বেছে নিলেন। ৬২ বছরের নাফিসা আলি সোধি কিন্তু এক সময়ে সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। মডেল ছিলেন। কলকাতার মেয়ে নাফিসা জিতে নেন মিস ইন্ডিয়া খেতাবও। আবার সিনেমাতেও তিনি সমানভাবে সাফল্য পান।
নাফিসা আলি কাজ চাইছেন। এটা ইতিমধ্যেই চলচ্চিত্র জগতের মানুষজনের কানে পৌঁছে গিয়েছে। এখন তাঁরা নাফিসাকে কাজ দেন কিনা বা কী কাজ দেন, কেমন চরিত্র অফার করেন সেটা দেখার। এক সময়ের ভারত কাঁপানো সুন্দরী এখন ৬২-র বৃদ্ধা। তাঁর বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চাইছেন নাফিসা। হয়তো সেটুকু বলিউড দেওয়ার কথা ভেবে দেখতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা