ওপেনিং ব্যাটসম্যানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ
ওপেনার হিসাবে দেশের হয়ে ডেবিউ করেছিলেন ২০১৪ সালে। তারপর খেলেছেন দেশের হয়ে। অকালেই শেষ হল তাঁর জীবন।
কাবুল : ওপেনার হিসাবে সফল তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান কমই খেলেছে। কিন্তু যে টুকু খেলেছে তাতে ইতিমধ্যেই তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। দেশে প্রতিভাবান ক্রিকেটার হিসাবে তাঁর খ্যাতি রয়েছে।
আফগান ক্রিকেটকে তাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল। কিন্তু তার আগেই অকালে চলে গেলেন নাজিব তারাকাই। আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান। টেস্ট নয়, তাঁকে আফগানিস্তান ওপেনার হিসাবে ব্যাবহার করছিল টি-২০ ও একদিনের ক্রিকেটে।
নাজিব তারাকাই আফগানিস্তানের জালালাবাদের বাসিন্দা। তিনি সেখানে রাস্তা পার হচ্ছিলেন গত ২ অক্টোবর। তখনই একটি প্রবল গতিতে থাকা গাড়ি এসে ধাক্কা মারে নাজিবকে।
রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ২৯ বছরের নাজিব। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। তাঁর অবস্থার অবনতিই হচ্ছিল।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল নাজিবকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যাবে এমন পরিস্থিতি তৈরি হলেই তারা তাঁকে কাবুলের হাসপাতালে নিয়ে আসবে। প্রয়োজনে বিদেশেও পাঠাবে। কিন্তু যেভাবে হোক তাঁকে বাঁচাবে। কিন্তু সে সুযোগ তারা পেল না।
মঙ্গলবার লড়াই শেষ হল। চলে গেলেন নাজিব। নাজিবের মৃত্যুতে ক্রিকেট অনুরাগীরা তো বটেই এমনকি ক্রিকেটপ্রেমী গোটা আফগানিস্তান শোকস্তব্ধ।
২০১৪ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেন নাজিব। ডানহাতি এই ব্যাটসম্যান ওপেনার হিসাবেই মাঠে নামতেন। দেশের হয়ে ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন নাজিব। ঝুলিতে রয়েছে টি-২০ থেকে ২৫৮ রান। একদিনের ম্যাচে নেমেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরুই করেছে কম দিন হয়েছে। সারা বছর তারা অত সিরিজও খেলেনা। সামান্য কিছু আন্তর্জাতিক ম্যাচই খেলেছে গোটা দলটা। তার মধ্যেই নাজিব তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।
নাজিবকে হারানো আফগানিস্তান ক্রিকেটের জন্য খুব বড় ক্ষতি বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এভাবে নাজিবকে হারানো মেনে নিতে পারছেন না তাঁর সতীর্থরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা