National

প্রয়াত নামওয়ার সিং, হিন্দি সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি

শোকস্তব্ধ হিন্দি সাহিত্য জগত। গত মঙ্গলবার রাতে চলে গেলেন হিন্দি সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব নামওয়ার সিং। একটা যুগ সৃষ্টি করা এই কবি ও সাহিত্যিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় ১ মাস যাবত অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দিল্লি এইমসে। সমসাময়িক হিন্দি সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন তাঁর ছেলে।

নামওয়ার সিং-এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি জানান, নামওয়ার সিং-এর মৃত্যুতে শুধু হিন্দি সাহিত্যের ক্ষতি হলনা, গোটা দেশের ভাষার ক্ষতি হল।


Namwar Singh
নামওয়ার সিং, ছবি – আইএএনএস

হিন্দি ভাষার অধ্যাপক হিসাবে সারা জীবন কাটিয়েছেন নামওয়ার সিং। প্রথমে যোধপুর বিশ্ববিদ্যালয় ও পরে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হিন্দি অধ্যাপক হিসাবে কাজ করেন তিনি। ১৯৭১ সালে হিন্দি সাহিত্য সমালোচক হিসাবে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। তাঁর লেখা বেশ কিছু বইয়ের মধ্যে রয়েছে ‘কবিতা কে নয়ে প্রতিমন’, ‘ছায়াবাদ’, ‘দুসরি পরম্পরা কি খোঁজ’ এর মত বেশ কিছু অমর সৃষ্টি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button