অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সেই অভিযোগের উত্তরে মৌন থাকাই স্থির করেছিলেন নানা পাটেকর। কিন্তু তারপর একটি সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি। যদিও পরে তাঁর ছেলে সব সংবাদমাধ্যমকে জানিয়ে দেন কোনও সাংবাদিক বৈঠক হচ্ছেনা। পরে সাংবাদিকদের সামনে আসেন নানা পাটেকর নিজে। জানান তাঁকে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা করেছেন তাঁর আইনজীবী। তাঁর কথা শুনতেই হবে। নয়তো তিনি তো সংবাদমাধ্যমের সঙ্গে সবসময়েই কথা বলেন। কিন্তু এক্ষেত্রে পারছেননা। এজন্য যেন তাঁকে ক্ষমা করা হয়।
সাংবাদিকদের তরফ থেকে জানানো হয়, তাঁরা কোনও প্রশ্ন করবেন না। কিন্তু নানা পাটেকর তাঁর বক্তব্যটুকু বলে দিন। এর উত্তরে নানা দাবি করেন তিনি ১০ বছর আগেও যা বলেছেন, এখনও তাই বলছেন। সত্য আগেও যা ছিল। পরেও তা থাকবে।
তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে বলিউড তোলপাড়। ২ ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা বলিউড। বলিউডে হ্যাশট্যাগ মি টু-র এই আন্দোলনের ঢেউকে সামনে রেখে ইতিমধ্যেই মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। অনেকেই তনুশ্রীর সাহসিকতার প্রশংসা করছেন। তনুশ্রীও জানিয়ে দিয়েছেন কেউ পাশে থাক না থাক, তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে নানা পাটেকরের পাশেও দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। ইতিমধ্যেই তনুশ্রীকে আইনজীবীকে দিয়ে নোটিস পাঠিয়েছেন নানা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)