
ফের স্টিং কাণ্ড নিয়ে তৃণমূলকে বিধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সত্যতা সামনে আনার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। কেন তৃণমূল এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করছে তাও এদিন জানতে চান অধীরবাবু। কেনই বা মুখ্যমন্ত্রী নারদ কাণ্ডের তদন্তের দাবি করছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সামনেই নির্বাচন। তার আগে কংগ্রেস যে স্টিং কাণ্ডের মত হাতিয়ার হাতছাড়া করতে চাইছে না তা এদিন অধীরবাবুর বক্তব্য থেকেই স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন নারদ কাণ্ড নিয়ে বিজেপির মৌন অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। স্টিং কাণ্ড ছাড়াও বামেদের সঙ্গে কিছু কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পক্ষে এদিন ফের সওয়াল করেছেন প্রদেশ সভাপতি।