
স্টিং কাণ্ডে নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলকে হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হলফনামায় পুরো ফুটেজ অসম্পাদিত অবস্থায় পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে যন্ত্রের সাহায্যে স্টিং অপারেশনের ছবি তোলা হয়েছে তাও আদালতে পেশ করতে হবে। এছাড়া হলফনামায় সংস্থার শুরু কবে, যে টাকা স্টিং কাণ্ডে ব্যবহার হয়েছে তার উৎস কী, সংস্থার সম্বন্ধে যাবতীয় তথ্য পেশের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টিং কাণ্ডের নেতাদের তরফে দাঁড়ানো আইনজীবী এদিন মামলার শুনানি ভোটের পর করার পক্ষে জোরালো সওয়াল করলেও সে আর্জি খারিজ হয়ে যায়। এদিক স্টিং কাণ্ডে নারদ নিউজের তরফ থেকে তাদের ফোন ট্যাপিংয়ের অভিযোগ করা হয়েছে। তাঁরা কোথায় কোথায় ফোন করেছিলেন সে খবর তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন পেলেন কি করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েল। বিষয়টি তদন্ত করে দেখার জন্য রাজ্যসভার দ্বারস্থ হয়েছেন তাঁরা।