
সব রাজনৈতিক দলই টাকা নেয়, কিন্তু অধিকাংশ দল সে তথ্য প্রকাশ্যে আনেন না। নারদ কাণ্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন এমনই দাবি করলেন তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। স্বভাবতই তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি। অন্যদিকে নারদ কাণ্ডের অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে কেউ কাউকে টাকা দিয়েছে তাতে এটা প্রমাণ হয়না যে সে ঘুষ নিয়েছে। ঘুষ আর অনুদানের মধ্যে পার্থক্য আছে। এদিকে নারদ কাণ্ডের পর তাল হারিয়ে তৃণমূল নেতারা এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়ে বিষয়টিকে লঘু করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন বিরোধীরা।