
অবশেষে নারদ কাণ্ড নিয়ে নড়েচড়ে বসল লোকসভার এথিক্স কমিটি। এদিন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের সঙ্গে যোগাযোগ করে কমিটি। সূত্রের খবর, স্যামুয়েলের কাছে নারদ স্টিং অপারেশনের সম্পূর্ণ ভিডিও চাওয়া হয়েছে। অসম্পাদিত ভিডিও জমা দিতে বলা হয়েছে। লিখিতভাবে তাঁকে জানানোর জন্য স্যামুয়েলের কাছ থেকে ঠিকানাও চেয়ে নেয় কমিটি। তদন্তে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ম্যাথু। অন্যদিকে ফোন করে নারদ কাণ্ড নিয়ে ম্যাথু স্যামুয়েলের বয়ান তলব করেছে রাজ্যসভা। এদিকে এথিক্স কমিটি নারদ কাণ্ড নিয়ে তৎপর হওয়ায় খুশি বিরোধীরা।