
স্টিং অপারেশনের ফুটেজ জমা নিল এথিক্স কমিটি। এদিন স্টিং অপারেশনের অসম্পাদিত ফুটেজ জমা দিতে যান নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল। ম্যাথুর দাবি, প্রায় ১ ঘন্টা অপেক্ষার পরও তিনি বুঝতে পারছিলেন না যে আদৌ তাঁর কাছ থেকে ফুটেজ নেওয়া হবে কিনা। এথিক্স কমিটির সচিব গত ৩১ মার্চ অবসর নেওয়ায় ফুটেজ জমা নিয়ে জটিলতা তৈরি হয়।
সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টার টানাপোড়েনের পর অবশেষে ম্যাথুর কাছ থেকে জমা নেওয়া হয় ফুটেজ। প্রসঙ্গত, নারদকাণ্ড নিয়ে লোকসভা উত্তাল হওয়ার পর বিরোধীদের চাপে স্পিকার সুমিত্রা মহাজন গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেন এথিক্স কমিটিকে।
এথিক্স কমিটির তরফে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর কাছে অসম্পাদিত ফুটেজও চাওয়া হয়। সেই ফুটেজ জমা দিতেই এদিন এথিক্স কমিটিতে যান নারদ নিউজের সিইও।