
নারদ স্টিং কাণ্ডে দলের অভ্যন্তরে একটি তদন্ত হবে। সেই তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এদিন এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নারদ কাণ্ড নিয়ে সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন পার্থবাবু। তাঁর দাবি, ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি বলে জানিয়েও ফলাও করে নারদ কাণ্ড সংবাদমাধ্যমে জায়গা পাচ্ছে। বাজার গরম করতেই এসব করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, নিছক রাজনৈতিক উদ্দেশ্যেই নারদ কাণ্ডকে ভোটের মুখে প্রচার করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এমনকি নারদ নিউজকে এসব করতে কারা টাকার যোগান দিয়েছে তাও দলের অভ্যন্তরীণ তদন্তে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পার্থবাবুর দাবি, বিরোধী দলেরও অনেককে নিয়ে তাঁদের হাতে অনেক স্টিং অপারেশনের ফুটেজ এসে পৌঁছেছে। কিন্ত তাঁরা তা প্রকাশ করবেননা। কারণ তাঁদের দল কেবলমাত্র রাজনৈতিক লড়াইয়ে বিশ্বাস করে।