
প্রধান বিচারপতির নির্দেশে স্টিং কাণ্ডে ৩ সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। কমিটিতে থাকবেন আইজি পদমর্যদার এক আধিকারিক, এক সিবিআই আধিকারিক ও হাইকোর্ট নিযুক্ত এক আধিকারিক। কমিটি দিল্লি গিয়ে নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে স্টিংয়ের অসম্পাদিত ফুটেজ সংগ্রহ করবে। তবে এই ফুটেজ সংগ্রহের কাজ হবে গোপনে। কোন কোন আধিকারিক যাচ্ছেন বা কবে তাঁরা ফুটেজ আনতে যাবেন তা গোপন রাখা হবে। ফুটেজ নিয়ে আসা হবে কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট ঠিক করবে ফুটেজ কার কাছে থাকবে। এই ফুটেজ সংগ্রহের কাজটি ভিডিও করা হবে। এদিকে একাধিক জনস্বার্থ মামলায় স্টিং কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানান হচ্ছিল। এদিন হাইকোর্ট যে কমিটি গড়ল তাতে একজন সিবিআই আধিকারিক থাকবেন বলে জানান হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি বিভিন্ন মহলের নজর কেড়েছে। এদিকে হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ম্যাথ্যু স্যামুয়েল।