
স্টিং কাণ্ডে তিন সদস্যের কমিটির সদস্যদের নাম ঘোষণা করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সদস্যের মধ্যে রয়েছেন সিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নগেন্দ্র প্রসাদ, পুলিশ রিক্রুটমেন্ট সেলের আইজি অনিল কুমার ও হাইকোর্টের রেজিস্ট্রার জয়ন্ত কুমার। এঁরা দিল্লি গিয়ে নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে স্টিংয়ের অসম্পাদিত ফুটেজ সংগ্রহ করবেন। সংগ্রহ করবেন স্টিংয়ে ব্যবহৃত ক্যামেরাও। এগুলি তাঁরা হাইকোর্টে জমা দেবেন। তবে পুরো বিষয়টিই হবে গোপনে। কবে, কখন, কিভাবে এই ফুটেজ বা ক্যামেরা সংগ্রহের কাজ হবে তা সম্পূর্ণ গোপন থাকবে।