সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের চেষ্টা চলছে। গোটা ভিডিওটাই প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি। পুরোটাই তৈরি করা। নারদা স্টিং আপারেশনের দাবিকে এদিন এভাবেই নস্যাৎ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়কে পাশে বসিয়ে পার্থবাবু এই ভিডিওকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করেছেন।
এটা তৃণমূল ও তৃণমূল নেত্রীকে অপদস্থ করার চেষ্টা বলেও দাবি করেন তিনি। যে সংস্থা ২০১৬ সালের জানুয়ারিতে দিল্লিতে রেজিস্ট্রিকৃত হয়েছিল, সেই সংস্থা গত দুবছর ধরে এই অপারেশন করল কীভাবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ২০১৪ সালে তোলা হলে ঠিক নির্বাচনের আগেই এই ভিডিও প্রকাশ করা হল কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন পার্থবাবু। বিরোধীরা রাজনৈতিকভাবে কল্কে না পেয়ে এভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। পুরো ভিডিওটিকে তৈরি করা বলে দাবি করে এর বিরুদ্ধে তৃণমূল আইনের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুকুল রায়।