
মুখ্যমন্ত্রী নারদ কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়ার পরই স্টিং কাণ্ডের তদন্ত নিয়ে উঠে পড়ে লাগল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই নারদ তদন্তে ‘সিট’ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সিটের প্রধান হচ্ছেন কলকাতার নগরপাল রাজীব কুমার। এদিকে রবিবার নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতার মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগক্রমেই এই এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, রবিবার বা সোমবার থেকে নারদ কাণ্ডের ভিডিও ফুটেজ পরীক্ষা শুরু করছে কলকাতা পুলিশ।