
নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকে ই-মেলে নোটিস পাঠাল কলকাতা পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। একটি মামলার প্রেক্ষিতে অবিলম্বে তাঁকে দেখা করতে বলা হয়েছে। সূত্রের খবর, নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে কলকাতার মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। সেখানে মামলায় গত দুদিন ধরে ম্যাথু স্যামুয়েলকে তলব করার জন্য তাঁকে ফোন করে কলকাতা পুলিশ। কিন্তু ফোনে তাঁকে না পেয়ে অবশেষে ই-মেল করা হয়েছে। নারদ নিউজের সদর দফতর দুবাইতে। তাই মাসের বেশ কয়েকদিন সেখানে থাকতে হয় ম্যাথু স্যামুয়েলকে। এখনও তিনি দুবাইতেই রয়েছেন। দেশে ফিরে তিনি কলকাতা পুলিশের কাছে হাজিরা দেবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।