
নারদ স্টিং ফুটেজে দেখা যাওয়া আইপিএস আধিকারিক সৈয়দ মোস্তাফা হোসেন মির্জাকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জন্য লালাবাজারে তলব করল স্পেশাল ইনভেস্টিগেটিভ দল। হাজিরার সময় দেওয়া হয়েছিল বেলা ১২টা। কিন্তু তার একঘণ্টা আগেই লালবাজারে হাজির হন মির্জা। এদিনও মির্জার বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদ চলে প্রায় ঘণ্টা পাঁচেক। নারদ স্টিং কাণ্ড নিয়ে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকেও তলব করেছে। কিন্তু কলকাতা পুলিশের সেই তলবে এখনও সাড়া দেননি ম্যাথু।