
নারদ কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে তলব করলেন তদন্তকারী আধিকারিকরা। লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে তাঁকে লালবাজারে আসতে বলা হয়েছে। সেখানে নারদ কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের সম্মুখীন হতে হবে ইকবাল আহমেদকে। নারদ স্টিং কাণ্ডে তাঁরও ছবি ধরা পড়েছে। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানতে পারা গেছে। আইপিএস আধিকারিক এসএমএইচ মির্জার মতই তাঁরও বয়ান রেকর্ড করবেন তদন্তকারী আধিকারিকরা। স্টিং কাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডাকা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।