নারদ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা সংক্রান্ত নথি ও ফুটেজ সংগ্রহ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমত এদিন সকালে স্ট্র্যান্ড রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে থাকা যাবতীয় নথি ও ফুটেজ সংগ্রহে হাজির হয় সিবিআইয়ের ৮ সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সিবিআই আধিকারিক নগেন্দ্র প্রসাদ। আদালতের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সব নথি নিজেদের হাতে নেন তাঁরা। ৪২৮ মিনিটের নারদ ফুটেজ সম্পূর্ণ খতিয়ে দেখবেন তাঁরা। ফুটেজে থাকা কথোপকথন তর্জমা করার জন্যও বিশেষ দল গঠিত হয়েছে। খতিয়ে দেখা হবে যাবতীয় নথি। সোমবারের মধ্যে আদালতে সিবিআইকে তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে দিল্লি থেকে ৩ সিবিআই আধিকারিকও আসছেন।