নারদ কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আইনানুগভাবে সুপ্রিম কোর্টে বিষয়টি লিপিবদ্ধ করল রাজ্য সরকার। তৃণমূল দলের তরফেও আলাদা একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে নারদ কাণ্ডকে সামনে রেখে এদিনও উত্তপ্ত রইল পুরসভার বাজেট অধিবেশন। এদিন আরএসপি কাউন্সিলর বলতে উঠে নারদ প্রসঙ্গ টেনে আনেন। নারদ কাণ্ডে মেয়র ও ডেপুটি মেয়রের জড়িত থাকার অভিযোগ করেন তিনি। তখনই চেয়ারম্যান তাঁর মাইক বন্ধ করে দেন। জানিয়ে দেন বিষয়টি এদিনের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। কেন মাইক বন্ধ করা হল তা নিয়ে বিক্ষোভ জানিয়ে ওয়েলে নেমে আসেন বিরোধী কাউন্সিলররা। পাল্টা ওয়েলে নেমে আসেন শাসক দলের কাউন্সিলররা। শুরু হয় হৈচৈ। প্রায় দিনভরই এই হৈচৈ চলতে থাকে।
এদিকে নারদ ও সারদা কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, গৌতম দেব, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ তাবড় বাম নেতারা এই অবস্থানে অংশ নেন।