নারদ কাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথকভাবে আবেদন জানায় রাজ্য সরকার ও তৃণমূল। সেই মামলার শুনানির শেষে এদিন কার্যত শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। কি করে হাইকোর্টের একটা রায়কে রাজ্য সরকার পক্ষপাতদুষ্ট বলে দাবি করছে তা নিয়ে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। এমন দাবি করার জন্য নিঃশর্ত মামলা প্রত্যাহারই শুধু নয়, ক্ষমা চাওয়ার নির্দেশ দেন তাঁরা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করে নেন রাজ্য সরকারের আইনজীবী। এদিন নারদ কাণ্ডে সিবিআইয়ের তদন্ত বহাল রাখাই নয়, সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশের সময়সীমাও বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩ দিনের জায়গায় তাদের একমাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন। এই রায়কে তিনি গঠনমূলক ও ইতিবাচক রায় বলে ব্যখ্যা করেন। নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলও এদিনের রায়ে তিনি খুশি বলে জানান। অন্যদিকে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্ট্যান্ডিং কাউন্সিল পারিজাত সিংহকে এদিনের রায়ের পর সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।