
নারদ নিউজ কাণ্ডকে ভোটের মুখে প্রচারের নতুন হাতিয়ার হিসাবে ব্যবহার শুরু করে দিল বিরোধীরা। ছবির সত্যতা এখনও প্রমাণিত নয় ঠিকই, কিন্তু এমন সুযোগ একদিনের জন্যও হাত ছাড়া করতে চাননি বিরোধী নেতা কর্মীরা।
এদিন বউবাজার এলাকায় সিপিএম ও কংগ্রেসকে একযোগে নারদ নিউজ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে দেখা যায়। অন্যদিকে নারদ নিউজ ইস্যুকে সামনে রেখে এদিন সংসদে সোচ্চার হন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সংসদের তরফে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। দাবি জানান পৃথক সিবিআই তদন্তেরও।
নারদ নিউজের দেখানো ভিডিও নিয়ে এদিন সংসদে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি গোটা ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এদিন সংসদে নারদ ইস্যু নিয়ে সিপিএম ও তৃণমূল সাংসদদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।