নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার এমনই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। ভোটে কালো টাকার ব্যবহার নিয়েও বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিন রাজারহাটে একটি হোটেলে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন জাইদির নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের জন্য তৈরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচন কমিশনের তরফে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে দেওয়া হয়। নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের যাতে যুক্ত করা না হয় সে আর্জিও কমিশনের কাছে জানিয়েছেন বিরোধীরা।
এদিকে অপরাধী হিসাবে পরিচিতদের যাতে ভোটের সময় এলাকায় থাকতে দেওয়া না হয় সে ব্যপারেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে জানান জাইদি। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুরও পরামর্শ দিয়েছে কমিশন। এছাড়া সব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নিশ্চিত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার।