
সকালে পথে নেমেছিলেন বিজেপি নেতা কর্মীরা। আর রোদ পড়তেই এন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। মিছিলে পা মেলান কংগ্রেস সমর্থকেরা। ইস্যু একটাই। নারদ স্টিং অপারেশন। নারদ ইস্যুকে কেন্দ্র তৃণমূলকে কোণঠাসা করতে এদিন সকালে রাজভবন অভিযান করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন রাহুল সিনহা ও কৈলাস বিজয়বর্গীয়। মিছিল ধর্মতলায় পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। অবস্থা আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করে। যদিও পুলিশের বারিকেড ভেঙেই এদিন রাজ্যপালের রাছে স্টিং অপারেশন নিয়ে অভিযোগ জানিয়ে আসেন বিজেপি নেতৃত্ব। স্টিং অপারেশনে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা। এদিকে রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্য ভোট করানোর দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়। এদিকে একই ইস্যুকে সামনে রেখে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনও এদিন পথে নেমেছে। বিকেলে এন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিল করে কংগ্রেসও। ধর্মতলার মোড়ে নকল টাকা উড়িয়ে স্টিং কাণ্ডের প্রতিবাদে সামিল হন তাঁরা।