National

স্টিং অপারেশনের তদন্ত করবে এথিক্স কমিটি

Parliament of Indiaনারদ স্টিং অপারেশনের ফুটেজ খতিযে দেখবে সংসদের এথিক্স কমিটি। তিন মাসের মধ্যে এনিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে। এদিন এমনই নির্দেশ দিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। স্টিং কাণ্ড সামনে আসার পর থেকেই এ নিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা। ফলে এদিন লোকসভার অধ্যক্ষের এই নির্দেশে আসলে তাদেরই জয় হল বলে মনে করছে রাজনৈতিক মহল। স্টিং ইস্যুতে গত দু’দিন ধরেই উত্তাল রয়েছে সংসদ। এদিন রাজ্যসভায় তৃণমূল ও বাম সাংসদদের মধ্যে প্রবল বাকবিতন্ডা হয়। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ডেরেক ও’ব্রায়েন ও সীতারাম ইয়েচুরি। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম সাংসদরা। সরকারের তরফে স্টিং অপারেশনের তদন্তের দাবি জানাতে থাকেন বাম সাংসদ সীতারাম ইয়েচুরি। অন্যদিকে এই স্টিং অপারেশন ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নারদ সংস্থার দফতর দুবাইতে কেন সে বিষয়ে এদিন প্রশ্ন তুলেছেন ডেরেক। সংস্থার আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। স্টিং কাণ্ড আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিকে স্টিং কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অক্ষয়কুমার সারেঙ্গি। আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই মামলার শুনানি আগামী ১৮ মার্চ। পৃথকভাবে জনস্বার্থ মামলা দায়ের করেছে কংগ্রেসও।

(ছবি – সৌজন্যে রাজ্যসভা টিভি)



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button