
স্টিং কাণ্ডকে কেন্দ্র করে ধুন্ধুমার চেহারা নিল কলকাতা পুর অধিবেশন। এদিন অধিবেশনে পুরসভার ভোট অন অ্যাকাউন্ট পেশের সময় কক্ষে নকল টাকা উড়িয়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। স্টিং কাণ্ডে নাম জড়ানোয় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হন কংগ্রেস, বাম সহ বিরোধী কাউন্সিলররাও। ওয়েলে নেমে মেয়রের পদত্যাগের দাবিতে হৈচৈ শুরু করেন তাঁরা। প্রকাশ উপাধ্যায়ের অভিযোগ টাকা উড়িয়ে মেয়রের পদত্যাগের দাবি জানানোর সময় তাঁকে মারধর করেন তৃণমূল কাউন্সিলররা। পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মেয়রের ঘরের সামনে বিক্ষোভে সামিল হন বিরোধী কাউন্সিলররা। বামেদের অভিযোগ এই সময়ে তাঁদের কাউন্সিলর রীতা চোধুরীকে নিগ্রহ করা হয়। অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরদের দিকে। তাঁদের ওপর নিগ্রহের প্রতিবাদে পুর চেয়ারম্যান মালা রায়ের ঘরের সামনে ধর্নায় সামিল হন বিরোধীরা। এদিকে তৃণমূলের অভিযোগ পুরসভার ভোট অন অ্যাকাউন্ট বানচাল করতে পরিকল্পনা করে বিরোধীরা এটা করেছে।