
ভারত, আফগানিস্তান ও ইরানের মধ্যে চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সাক্ষর হল এদিন। ইরান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরফ ঘানির উপস্থিতিতে সোমবার ত্রিদেশীয় চুক্তিটি সাক্ষর হয়। ইরানের চাবাহার একটি কৌশলী অবস্থানে রয়েছে। যে বন্দরকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে ইউরোপের সঙ্গে বাণিজ্য অনেক দ্রুত ও কম খরচে হওয়া সম্ভব। এর ফলে আগামী দিনে সড়কপথে আফগানিস্তান হয়ে ইরানে যে ব্যবসায়িক করিডর স্থাপন করা সম্ভব হবে তাতে ভারতের বৈদেশিক বাণিজ্যের খরচ অনেকটাই কমে যাবে। অন্যদিকে যেভাবে চিন ভারত মহাসাগরে তাদের ক্ষমতা বৃদ্ধি শুরু করেছে তাতে ইউরোপের সঙ্গে বাণিজ্য বজায় রাখার জন্য ভারতের একটি অন্য রুট দরকার। সেই প্রয়োজনও অনেকটাই মিটবে। এড়িয়ে যাওয়া যাবে পাকিস্তানকেও। সবদিক বিবেচনা করে চাবাহার বন্দর নতুন রূপে গড়ে উঠলে ভারতের অনেকটাই উপকার হবে বলে এদিন মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সব ভালর মধ্যেও একটা খিঁচ থেকেই যাচ্ছে। কারণ আফগানিস্তানে সড়ক পথে বাণিজ্য তালিবান আক্রমণের শিকার হতে পারে। যা অবশ্যই একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে চুক্তি অনুযায়ী চাবাহার বন্দরকে নতুন করে গড়ে তুলতে ভারতের তরফে ৫০০ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করা হবে বলে জানান হয়েছে।