সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বারের জন্য কাশ্মীরে ভারত-পাক সীমানায় কর্মরত জওয়ানদের সঙ্গে দিওয়ালিতে মাতলেন তিনি। প্রথমবার গিয়েছিলেন ২০১৪ সালে। যে বছর প্রধানমন্ত্রী হন। আর তারপর গেলেন এবার।
এদিন উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের লাইন অফ কন্ট্রোলে কর্মরত জওয়ানদের সঙ্গে সকালে দিওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত সহ সেনার পদস্থ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি সেনা জওয়ানদের পাশে থাকার বার্তা দিতে ‘সন্দেশ ফর সোলজার্স’ নামে একটি ক্যাম্পেন শুরু করেছেন। যেখানে সেনা জওয়ানদের জন্য দিওয়ালির অভিনন্দন পাঠাতে পারবেন সকলে।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)