আসিয়ান সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও নানান ইস্যুতে প্রধানমন্ত্রীর আলোচনা হয়। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ানের ৫০ তম বার্ষিকী উপলক্ষে গত রবিবার আয়োজিত প্রীতিভোজে এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। এছাড়া এই সম্মেলনে উপস্থিত জাপান, রাশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, মহাত্মা গান্ধী যেখানে শেষ করেছেন সেখানেই আমরা শুরু করেছি। আজ প্রায় ২ লক্ষ গ্রামকে আমরা স্বচ্ছ বানাতে পেরেছি। ভারতীয়রা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। প্রত্যেক নাগরিকই ভারতীয় হতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের শান্তি মিশনের তৃতীয় সর্বোচ্চ অংশগ্রহণকারী ভারত। মহাত্মা গান্ধীর দেশ ভারতে শান্তি হল দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এটি প্রথম ফিলিপিন্স সফর। আসিয়ান সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র এবং মহাবীর ফিলিপিন্স ফাউন্ডেশনেও যান তিনি।