
পাকিস্তানের দিকে ফের শান্তির বার্তা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া একটি সাক্ষাৎকারে মোদী জানিয়েছেন, ভারত এখনও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিতে তৈরি। কিন্তু পাকিস্তানকেও বুঝতে হবে ভারত-পাক শান্তি প্রতিষ্ঠা দ্বিমুখী রাস্তা। তাদের দিক থেকেও যথেষ্ট সদিচ্ছা ছাড়া এই উদ্যোগ বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। আর তা সম্ভব তখনই যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। যা তারা এখনও নিতে ব্যর্থ। সন্ত্রাসবাদকে নির্মূল করা ও সরকারি বা বেসরকারি তরফে সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তান বন্ধ না করলে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। মোদীর দাবি, তিনি এখনও চান দুই দেশ শান্তির বাতাবরণে একত্রে দারিদ্রের বিরুদ্ধে লড়াই শুরু করুক। যা দুই দেশের আমজনতার জন্য মঙ্গলের হবে। পাঠানকোট কাণ্ডের পর দুই দেশের মধ্যে কিছুটা সুস্থ অবস্থার দিকে ঘেঁষা সম্পর্ক ফের তলানিতে গিয়ে ঠেকে। ভারতের দাবি পাঠানকোট হামলায় সন্ত্রাসবাদীদের পাকড়াও করে যোগ্য শান্তির বন্দোবস্ত করতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না পাকিস্তান। পাঠানকোটকে সামনে রেখে দুই দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও ভেস্তে যায়। আপাতত প্রায় মুখ দেখাদেখি নেইয়ের পর্যায়ে গিয়ে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। এই অবস্থা মোদীর এই বার্তা কূটনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।