National

মিলেনিয়াম ইয়ারে জন্ম নেওয়া শিশুরা নতুন বছরে পাবে ভোটাধিকার, মনে করালেন প্রধানমন্ত্রী

বছর শেষ। ২০১৭ সালের শেষ দিনে ছিল মাসের শেষ রবিবার। আর শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। মাসিক এই অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় দেশের যুবশক্তির জয়জয়কার। স্বাগত জানালেন সেইসব শিশুদের যারা এই শতাব্দীর শুরুতেই জন্মগ্রহণ করেন। দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের অন্তর্ভুক্তির জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অর্থাৎ মিলেনিয়াম বছরে যাঁদের জন্ম সেই সব শিশু এখন অষ্টাদশের যুবা। একবিংশ শতাব্দীর প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে তাঁরাও খাতায় কলমে পেলেন প্রাপ্তবয়স্ক হওয়ার তকমা। সেই সঙ্গে ভোটাধিকারও। সেকথাই নতুন বছরের নতুন ভোটারদের মনে করিয়ে দিয়ে তাঁদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। নতুন ভারতের স্বপ্নপূরণ এসব যুবাদের হাত ধরেই হবে বলেও আশা ব্যক্ত করেন নিউ ইন্ডিয়ার স্বপ্নবাহক। নতুন ভারতকে সন্ত্রাসমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত, দুর্নীতিমুক্ত করে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এদিন মন কি বাতে দেশের সব জেলায় মক পার্লামেন্ট করার ডাক দেন প্রধানমন্ত্রী মোদী। পরামর্শ দেন, সেই মক পার্লামেন্টে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের গুরুত্ব দিতে। তাঁরাই আলোচনা করবেন নিজেদের মধ্যে। কিভাবে দেশকে ২০২২-এর মধ্যে স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় তার রূপরেখা দেবেন তাঁরাই। নিজেদের মধ্যে আলোচনা করে। সেই ভারত, যে ভারতের স্বপ্ন দেখতেন দেশের স্বাধীনতা সংগ্রামীরা। বছর শেষে এদিন প্রধানমন্ত্রীর গলায় ছিল দেশের যুবশক্তিকে সামনে রেখে ভারত গড়ার স্বপ্ন আর যৌবনের জয়জয়কার।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button