ভারতে ব্যবসা করতে এখন আর লাল ফিতের ফাঁসে আটকে থাকতে হয়না। বরং ভারতে এখন বিশ্ব শিল্পবাণিজ্য জগতের জন্য বিছানো রয়েছে লাল কার্পেট। ভারতে নিশ্চিন্তে লগ্নি করার জন্য বিশ্বের তাবড় সংস্থার সিইও-দের এভাবেই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতা থেকে বিশ্বের তাবড় বাণিজ্য সংস্থার প্রধানদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বিশ্বের জন্য ৩টি প্রধান চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ একটি বড় চ্যালেঞ্জ। যা উন্নয়নের জন্য হানিকারক। দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর দাবি রক্ষণশীলতা, আত্মকেন্দ্রিকতা বিশ্বায়নের পক্ষে ভয়ংকর। কিন্তু একাংশের মানুষের মধ্যে তা বাড়ছে। যা বিশ্বায়নের জন্য কখনই ভাল ইঙ্গিত নয়। তৃতীয়ত প্রধানমন্ত্রীর দাবি বিশ্ব জুড়ে পরিবেশ পরিবর্তন এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মরুভূমিতেও বরফ পড়ছে। যেখানে যা হওয়ার নয় তাই হচ্ছে। এটা কখনই বাঞ্ছনীয় নয়। এই ৩টি চ্যালেঞ্জের মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ভারতে বিনিয়োগ করার মধ্যে দিয়ে শান্তি ও সমৃদ্ধির সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ভারত সরকার এখন রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম নীতিতে বিশ্বাসী। ভারতে ব্যবসার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত ২০২৫ সালে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠতে চলেছে বলেও দাবি করেন তিনি।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)