আগে লোকে মনে করত ধনী ও ক্ষমতাশালী হলে কেউ তাঁর কিছু করতে পারবেনা। কিন্তু এখন অবস্থা বদলেছে। এমনকি যাঁরা এক সময়ে মুখ্যমন্ত্রী পদে ছিলেন তাঁরাও এখন দুর্নীতির দায়ে জেল খাটছেন। এদিন নাম না করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত এই মাসেই পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ২টি মামলার রায় ঘোষণা হয়েছে। একটিতে সাড়ে ৩ বছর ও একটিতে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ হয়েছে লালুপ্রসাদ যাদবের। ফলে মাস শেষে প্রধানমন্ত্রীর রেডিও বার্তায় সেই প্রসঙ্গ সুকৌশলেই জায়গা করে নিয়েছে।
রবিবার ছিল এই মাসের শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাতে প্রধানমন্ত্রী গলায় ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম দুর্নীতিকে প্রশ্রয় দিতে রাজি নয়। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার হয়েছে।
এদিন ছিল ২০১৮ সালে তাঁর প্রথম মন কি বাত। সেখানে সদ্য ঘোষিত পদ্ম সম্মান প্রাপ্ত কয়েকজনের কাজের সম্বন্ধে বেশ কিছু কথা বলেন প্রধানমন্ত্রী। বড় শহরে না থেকেও যে নিজের কাজের মধ্যে দিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেওয়া যায় তা এবার পদ্ম সম্মান পাওয়া কয়েকজন দেখিয়ে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের মহিলাদের সম্মান ও মর্যাদার প্রসঙ্গ এদিন বড় করে জায়গা পেয়েছে মন কি বাত অনুষ্ঠানে। গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ীর মত বৈদিক যুগের মহীয়সী রমণীদের থেকে মীরাবাঈ, লক্ষ্মীবাঈ অথবা কল্পনা চাওলা, সবার নামই এদিন নারী শক্তির বিকাশকে সামনে রেখে প্রধানমন্ত্রী মুখে উচ্চারিত হয়েছে। নারী শিক্ষার প্রসঙ্গও এদিন উঠে এসেছে তাঁর কথায়। সমাজের সব ক্ষেত্রেই নারীর নিজের দক্ষতায় জায়গা করে নেওয়া, তাঁদের কাজের বিভিন্ন দিক এদিন একে একে তুলে ধরেন প্রধানমন্ত্রী।