প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দুবাইয়ের অপেরা হাউসের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ভিডিও মারফত সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে একটি হিন্দু মন্দিরের শিলান্যাস করলেন। স্বামীনারায়ণ মন্দিরটিই হবে সেখানকার প্রথম হিন্দু মন্দির। পাথরের তৈরি এই মন্দিরের মধ্যে দিয়েই বিশ্বে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা আরও একবার ছড়িয়ে পড়বে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। মন্দিরটি নির্মাণ হবে স্বামীনারায়ণ ট্রাস্টের তত্ত্বাবধানে। ২০২০ সালের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। সারা বিশ্বেই স্বামীনারায়ণ মন্দির ছড়িয়ে আছে। আবুধাবিরটি তৈরি হলে সেই তালিকায় নতুন সহযোজন হবে।
রবিবার মন্দিরের শিলান্যাস ছাড়াও অনাবাসী ভারতীয়দের একটি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরেন জিএসটি প্রসঙ্গ। সেইসঙ্গে নোট বাতিলের সুফলও তাঁদের সামনে তুলে ধরার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে বিরোধীদের ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানান।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিজেপি ফর ইন্ডিয়া)